আমরাও কোনও সংলাপ করবো না: মির্জা ফখরুল – BANGLANEWSUS.COM
  • ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

 

আমরাও কোনও সংলাপ করবো না: মির্জা ফখরুল

newsup
প্রকাশিত মার্চ ১৪, ২০২৩
আমরাও কোনও সংলাপ করবো না: মির্জা ফখরুল

ডেস্ক নিউজ: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার (প্রধানমন্ত্রী) সঙ্গে আমরাও কোনও সংলাপ করবো না। কারণ, তিনি কথা দিয়ে কথা রাখেন না। ২০১৮ সালের সংলাপে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘আর কোনও গ্রেফতার (বিএনপি কর্মীদের) হবে না, পুলিশি হয়রানি হবে না, গায়েবি মামলা হবে না।’ কিন্তু এর তিন দিন পর থেকে আমাদের প্রার্থীদের গ্রেফতার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে গুলশান দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সঙ্গে সংলাপ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে তিনি দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন।

বিএনপির মহাসচিব উল্লেখ করেন, কালকে (সোমবার) স্বঘোষিত প্রতাপশালী প্রধানমন্ত্রী বলেছেন, কোনও চাপ নেই। এখানেই বোঝা যায়—এই দেশের প্রতি, মানুষের প্রতি তার কোনও দায়িত্ব নেই। মানুষের ভবিষ্যৎ ও এই রাষ্ট্রকে নিয়ে সত্যিকার অর্থে কার্যকর চিন্তা তার নেই। এই চাপগুলো কোথা থেকে আসবে? কারণ, গত নির্বাচনে তারা যত রকমের জালিয়াতি আছে ও যত রকমের সন্ত্রাসী কর্মকাণ্ড আছে, সেগুলোর মাধ্যমে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দিয়ে ফল ঘোষণা করে বেআইনিভাবে ক্ষমতায় গেছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।