আজিজের ঘর থেকে সুখবর – BANGLANEWSUS.COM
  • ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

 

আজিজের ঘর থেকে সুখবর

newsup
প্রকাশিত মার্চ ১৪, ২০২৩
আজিজের ঘর থেকে সুখবর

ডেস্ক নিউজ: দূরত্ব জারি ছিলো অনেক দিন। কিছুদিন আগে প্রকাশ্যে ক্ষমা চেয়ে সেটা ঘোচানোর চেষ্টা করলেন নায়িকা। অপর পাশ থেকে সাড়া দিলেন প্রযোজকও। তবু যেন মন কষাকষি থেকেই যাচ্ছিলো! এজন্য প্রযোজকের বইয়ের প্রচারণায় ছুটে গেলেন বইমেলায়। বোঝাতে চাইলেন, ঘরের (জাজ মাল্টিমিডিয়া) মেয়ে ঘরে ফিরেছে।

ঢাকাই সিনেমা সম্পর্কে অল্প-বিস্তর খবর রাখেন যারা, তারা নিশ্চয়ই আঁচ করতে পারছেন কাদের কথা বলা হচ্ছে। হ্যাঁ, নায়িকা পূজা চেরী ও প্রযোজক আবদুল আজিজের লম্বা প্রসঙ্গই সংক্ষেপে টানা হয়েছে। কারণ সোমবার (১৩ মার্চ) বিকাল ৫টায় জাজ মাল্টিমিডিয়া থেকে একটি ছবি মুক্তির বার্তা দেওয়া হয়েছে।

ছবিটির নাম ‘জ্বীন’। পরিচালনা করেছেন নাদের চৌধুরী। সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরী, জিয়াউল রোশান, আব্দুন নূর সজল প্রমুখ। যদিও ছবিটির কাজ বহু আগেই শেষ হয়েছে। কিন্তু মুক্তির আলোয় আসেনি।

এর অবশ্য কারণও রয়েছে। অর্থ কেলেঙ্কারিতে আজিজের আত্মগোপনে যাওয়ার ফলে জাজের কার্যক্রম প্রায় থমকে গিয়েছিলো। সাম্প্রতিক সময়ে সেটা ধীরলয়ে সচল হয়েছে। এছাড়া পূজার সঙ্গে আজিজের সম্পর্কের অবনতিও ‘জ্বীন’র ঝুলে থাকার একটি কারণ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।