ডেস্ক নিউজ: দিন তিনেক আগের কথা। রাত তখন পৌনে বারোটা। এমন মধ্যরাতেই হঠাৎ ছকভাঙা রূপে দেখা দিলেন চিত্রনায়িকা নিপুণ। নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে লিখলেন ‘গুড নাইট’। শর্ট গাউন পরা ছবিটিতে নিপুণের শরীরী আবেদন ফুটিয়ে তোলার দিকটি পেয়েছে প্রাধান্য।
ফলে মন্তব্যের ঘরে অনুসারীদের ঢল নামে। আর সবার মন্তব্যেই বিস্ময়। কেননা এমন অবতারে নিপুণকে অতীতে দেখা যায়নি। চিত্রনায়ক ওমর সানীও সামিল হন নেটিজেনের মিছিলে। লেখেন, ‘বুঝলাম না’।
সবার মনেই প্রশ্ন-কৌতূহল উঁকি দিচ্ছিলো, নিপুণ আচমকা এমন বোল্ড অবতারে ফটোশুট করলেন কেন? অবশেষে সেই রহস্য খোলাসা করলেন অভিনেত্রী। জানালেন, এটি তার নতুন একটি সিনেমার স্ক্রিন টেস্টের ছবি। দেশের নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’র উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হন নিপুণ। সেখানেই তার কাছে আবেদনময়ী ফটোশুট সম্পর্কে জানতে চান গণমাধ্যমকর্মীরা। প্রসঙ্গ না এড়িয়ে তিনিও জবাব দেন।
নিপুণ বলেন, ‘মাসখানেক আগে কলকাতায় এই ফটোশুট করেছিলাম। একটি সিনেমার জন্য স্ক্রিন টেস্ট দিয়েছি। ক্যারেক্টার অনুযায়ী শুট করেছিলাম। এই ছবি তখনকার।’
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।