ডেস্ক নিউজ: ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেই সাকিব আল হাসান চলে যান সংযুক্ত আরব আমিরাতে। রবিউল ওরফে আরাভের মালিকানাধীন আরাভ জুয়েলার্স উদ্বোধন করতে যান বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। সাকিবের দুবাই যাওয়ার উদ্দেশ্য হয়েছে সমালোচিত। কেন না রবিউল পুলিশ পরিদর্শক হত্যা মামলার আসামি।
এদিকে পুলিশ দাবি করেছে, সাকিব জেনেশুনেই দুবাই গিয়েছিলেন। অন্যদিকে বোর্ড পরিচালকরা জানতেন না কী কারণে এই অলরাউন্ডার দুবাই গেছেন! সবকিছু মিলিয়ে আয়ারল্যান্ড সিরিজের আগে এমন ঘটনা নিশ্চিতভাবেই দলের মধ্যে অস্বস্তি বাড়াচ্ছে। তবে এদিন বাঁহাতি ব্যাটার সাকিব ডানহাতি হয়ে আলোচনার খোরাক যুগিয়েছেন।
দুবাইতে স্বর্ণের দোকানের উদ্বোধন শেষে বৃহস্পতিবার দেশে ফেরেন সাকিব। ঢাকায় ব্যক্তিগত একটি প্রোগ্রাম সেরে শুক্রবার সকাল সাড়ে আটটার ফ্লাইটে সিলেটে পৌঁছান। হোটেলে পৌঁছে ঘণ্টাখানেকের মধ্যে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চলে আসেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সকাল দশটার অনুশীলনে শুরু থেকেই ছিলেন তিনি। পুরো সময়টাতেই ছিলেন ঠাণ্ডা মেজাজে। এত আলোচনা-সমালোচনা সাকিবের মনে বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি। অনুশীলনের পুরো সেশনে মজা করেই কাটিয়েছেন বাঁহাতি এই অলরাউন্ডার।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।