রাশিয়াকে নিয়েই বাংলাদেশের যত আগ্রহ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৪:৪৬, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

রাশিয়াকে নিয়েই বাংলাদেশের যত আগ্রহ

newsup
প্রকাশিত মার্চ ১৮, ২০২৩
রাশিয়াকে নিয়েই বাংলাদেশের যত আগ্রহ

ডেস্ক নিউজ: সাফ চ্যাম্পিয়নশিপে ভারত-নেপাল কিংবা ভুটানের সঙ্গে প্রায়ই খেলে থাকে বাংলাদেশ। এই দেশগুলোর বিপক্ষে আগেও নিজেদের শক্তি দেখিয়েছে। সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে এবার ভারত-নেপাল কিংবা ভুটান ছাড়াও তাদের নতুন প্রতিপক্ষ রাশিয়া। পুরনো প্রতিপক্ষ সম্পর্কে জ্ঞান থাকায় এবার তাদের ঘিরেই বাংলাদেশ দলের যত আগ্রহ।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সোমবার থেকে পাঁচ দল নিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। এবারের প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান ছাড়াও খেলবে ইউরোপের প্রতিনিধিত্ব করা রাশিয়া।

উদ্বোধনী দিনে ভুটানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ২২ মার্চ রাশিয়া, ২৪ মার্চ ভারত ও ২৮ মার্চ প্রতিপক্ষ নেপাল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।