ডেস্ক নিউজ: আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে দেশের প্রথম সাবমেরিন ঘাঁটি বাংলাদেশ নৌবাহিনী জাহাজ শেখ হাসিনা। ঘাঁটির কমিশনিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি ছিলেন। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, সশস্ত্র বাহিনীকে তার সরকার এমনভাবে গড়ে তুলছে যাতে বাংলাদেশ কোনভাবে আক্রান্ত হলে তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে পারে।
সোমবার (২০ মার্চ) বিকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজারের পেকুয়ায় নবনির্মিত ঘাঁটির সঙ্গে তিনি ভার্চুয়ালি যুক্ত হন।
এসময় প্রধানমন্ত্রী বলেন, “আমরা কারও সঙ্গে যুদ্ধ করবো না। তবে, যদি কখনও তেমন পরিবেশ-পরিস্থিতি হয় তাহলে যেন আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারি সেইভাবে আমাদেরও দক্ষতা অর্জন করতে হবে এবং সেইভাবেই আমরা আমাদের বাহিনীগুলোকে তৈরি করে দিচ্ছি।”
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।