ডেস্ক নিউজ: চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মস্কো সফরে উদ্বিগ্ন নজর রাখছে ইউক্রেন। কিয়েভের আশঙ্কা, বেইজিং হয়ত শেষ পর্যন্ত রাশিয়াকে অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নিতে পারে। যা যুদ্ধের গতিপথ বদলে দেবে।
ইউক্রেন যুদ্ধে নিজেকে নিরপেক্ষ শক্তি হিসেবে তুলে ধরতে চাইছে চীন। রুশ আক্রমণের নিন্দা জানানো কিংবা রাশিয়াকে বড় ধরনের সহযোগিতা, কোনোটিই করেনি বেইজিং।
চীন জোর দিয়ে বলে আসছে, তারা ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার নীতির প্রতি শ্রদ্ধাশীল। তবে গত বছরের ফেব্রুয়ারিতে আক্রমণের পর রাশিয়াকে কূটনৈতিক সমর্থন দিয়েছে দেশটি।
বেইজিংয়ের ওপর কোনও প্রভাব খাটানোর সুযোগ না থাকায় ইউক্রেন আশা করছে ভঙ্গুর ভারসাম্য বজায় রাখতে চীনের নেতারও চাপ প্রয়োগ করবে পশ্চিমা মিত্ররা।
কিয়েভভিত্তিক নিউ ইউরোপ থিংক ট্যাংক-এর ফার্স্ট ডেপুটি ডিরেক্টর সের্গেই সোলদকি বলেন, ইউক্রেনের প্রত্যাশা একেবারে কম: পরিস্থিতির যেনও আরও অবনতি না হয়।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।