শাহপরানে অবৈধ ভাবে টিলার মাটি কাটায় বাঁধা দেওয়ায় এক যুবককে হত্যা - BANGLANEWSUS.COM
  • ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

 

শাহপরানে অবৈধ ভাবে টিলার মাটি কাটায় বাঁধা দেওয়ায় এক যুবককে হত্যা

newsup
প্রকাশিত মার্চ ২০, ২০২৩
শাহপরানে অবৈধ ভাবে টিলার মাটি কাটায় বাঁধা দেওয়ায় এক যুবককে হত্যা

শরীফ গাজী সিলেট: সিলেট সদর উপজেলার শাহপরান থানাধীন কুশিরগুল পীরের বাজার এলাকায়, বসত ঘরের পাশে মাটিকাটায় বাঁধা দেওয়ায় এক যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার (১৯ মার্চ) সকালে পীরেরচক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আশিক মিয়া (৩৪) পীরের চকের মকবুল হোসেনের ছেলে। জানা গেছে, কুশিরগুল, পীরের চক বাজার এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র টিলায় মাটি কাটা নিয়ে যায়, তাদেরকে বাঁধা দেওয়ার পরও তারা টিলার মাটি কাটা বন্ধ করেননি। ঘটনার দিন মাটি কাটার মেশিন দিয়ে আশিকের বসত ঘরের পাশে মাটি কাটলে, প্রতিপক্ষের সঙ্গে কথা কাটাকাটি হয় আশিকের।
একপর্যায়ে মাটি কাটার মেশিন দিয়ে আশিকের বুকে আঘাত করে প্রতিপক্ষ লোকজন। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে ।
স্থানীয়রা দ্রুত তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশিককে মৃত ঘোষণা করেন।
মরদেহ হাসপাতালে মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।আশিকের ভাই মাসুক মিয়া বাদী হয়ে ৩ জনকে আসামী করে, শাহপরান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত আশিকের পরিবারের অভিযোগ, পুলিশ মামলা নিতে চায় নি।
এ বিষয়ে শাহপরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমান এর যোগাযোগ করলে তিনি জানান, এক যুবক মারা গেছেন। ব্যাপারে পুলিশের একটি টিম মাঠে কাজ করছে। তদন্ত করে মামলা কাজ শুরু হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।