লন্ডনে সৈয়দ মবনু'র সম্মানে মতবিনিময় অনুষ্ঠিত - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৩:২৩, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

লন্ডনে সৈয়দ মবনু’র সম্মানে মতবিনিময় অনুষ্ঠিত

newsup
প্রকাশিত মার্চ ২১, ২০২৩
লন্ডনে সৈয়দ মবনু’র সম্মানে মতবিনিময় অনুষ্ঠিত

লন্ডন ব্যুরো অফিস : সিলেটের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কেমুসাস সাধারণ সম্পাদক সৈয়দ মবনু’র সম্মানে এক মত বিনিময় সভা সোমবার (২০মার্চ) লন্ডন বাংলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। সাপ্তাহিক সুরমা সাহিত্য সাময়িকীর উদ্যোগে এই মতবিনিময়ের আয়োজন করা হয়। সিলেট তথা বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতিতে ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক প্রতিষ্ঠান কেমুসাসের অবদান তুলে ধরে সভায় প্রতিষ্ঠানটির ঐতিহ্য সমুন্নত রাখতে সকলের প্রতি আহবান জানান। লন্ডনে কেমুসাস’কে নিয়ে একটি বৃহত্তর আয়োজন করার জন্য আয়োজক প্রতিষ্ঠান সাপ্তাহিক সুরমার পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয়। এতে অন্যান্য গণমাধ্যম ও সঙগঠনের পক্ষ থেকেও ওই সম্ভাব্য আয়োজনে সর্বাত্মক সমর্থন ও সহযোগিতার কথা উল্লেখ করেন বক্তারা। সাপ্তাহিক সুরমা প্রধান সম্পাদক ফরিদ আহমেদ রেজার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক জনমতের প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জোবায়ের, সাংবাদিক ও কমিউনিটি ব্যাক্তিত্ব আবু তাহের চৌধুরী, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম বাসন, লেখক-গবেষক ফারুক আহমেদ, ব্যারিস্টার তারেক চৌধুরী, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইছির মাহমুদ, আব্দুল মুনিম জাহেদী কেরল, আহাদ চৌধুরী বাবু প্রমুখ। কবি আহমেদ ময়েজের পরিচালনায় অন্যান্যের মধ্যে আলোচনায় নেন, সাপ্তাহিক সুরমার বার্তা সম্পাদক কবি আব্দুল কাইয়ুম, হাসনাত আরিয়ান খান, শরীফুজ্জামান ও আমিমুল আহসান তামিম। মত বিনিময় কালে কেমুসাসের ঐতিহ্য ও গৌরবের উপর আলোকপাত করে বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ মবনু এই ঐতিহ্যের ধারা অব্যাহত রাখতে তাদের প্রচেষ্টার কথা তুলে ধরেন। তিনি বলেন, কেমুসাস বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে যে অবদান রেখেছে তা আন্তর্জাতিক পর্যায়ে এখন তুলে ধরার সময় এসেছে। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা আগ্রহীদের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ বৃদ্ধির জন্য লন্ডনে একটি ব্যাপক ভিত্তিক আয়োজনের প্রস্তাবকে স্বাগত জানিয়ে কমিউনিটির সকল প্রতিষ্ঠানের প্রতি সহযোগিতার আহ্বান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।