ডেস্ক নিউজ: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সারাবিশ্বের যে দুর্দিন তার প্রতিক্রিয়া আজকে বাংলাদেশে। এই দুর্দিনে অনেক রাজনৈতিক বৈপরীত্য দেখা যাচ্ছে। বিএনপি নামে একটি অবৈধ দল, অবৈধ ব্যক্তির হাতে গড়া অবৈধ দল, সেই অবৈধ দলের অবৈধ মহাসচিব মির্জা ফখরুল। বিএনপির সংবিধানের কোথায় আছে তিনি ১২ বছর দলের মহাসচিব থাকতে পারবেন। সে কি পদের বৈধতা হারায়নি? তিনি যে পদত্যাগ দাবি করেন, তার নিজেরই তো পদত্যাগ করা উচিত। বিএনপির সংবিধান অনুযায়ী তো তিনি অবৈধ।
বুধবার (২২মার্চ) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।