আর্জেন্টিনা-ব্রাজিলের জার্সি কেন ছাড়লো শেখ জামাল - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ১০:০৫, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

আর্জেন্টিনা-ব্রাজিলের জার্সি কেন ছাড়লো শেখ জামাল

newsup
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৩
আর্জেন্টিনা-ব্রাজিলের জার্সি কেন ছাড়লো শেখ জামাল

ডেস্ক নিউজ: শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২০১০ সালে নতুন রূপে আত্মপ্রকাশ করে। তখন থেকেই সরাসরি বাংলাদেশের ফুটবলে প্রিমিয়ার লিগে খেলে আসছে। আর শুরু থেকেই দলটি হুবুহু আর্জেন্টিনা-ব্রাজিলের জার্সি পরে মাঠে নামছে। শুধু একটাই পরিবর্তন, জার্সিতে নিজেদের ক্লাবের লোগো। এই দেশের মানুষের আবেগ ও দক্ষিণ আমেরিকান দেশ দুটির প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ থেকে মেসি-নেইমারদের আদলে গড়া জার্সি পরে খেলোয়াড়রা প্রিমিয়ার লিগ খেলে আসছে।

তবে এক যুগ পার হওয়ার পর এবার জার্সিতে এসেছে পরিবর্তন। নিজেদের জার্সিতে আর্জেন্টিনা-ব্রাজিলের কোনও চিহ্ন রাখেনি। তার বদলে ফুটবলারদের গায়ে প্রয়াত সাংবাদিক দম্পতি সাগর-রুনির ছেলে মাহির সারওয়ার মেঘের ডিজাইন করা নতুন জার্সি শোভা পেয়েছে!

এরই মধ্যে প্রিমিয়ার লিগে ৪০ দিনের বিরতির পর ক্লাবের নতুন জার্সি পরে প্রথম মাঠে নেমেছে শেখ জামাল। নতুন জার্সি প্রসঙ্গে ক্লাবটির সচিব ফয়েজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এক যুগ আমরা ফুটবলে আর্জেন্টিনা-ব্রাজিলের জার্সি পরেছিলাম। নিজেদের বৈশিষ্ট্য তুলে ধরে এমন জার্সি পরে খেলানোর চিন্তা বেশ কিছু দিন ধরে ছিল, যেখানে অন্য দেশের ছাপ থাকবে না। এছাড়া মেঘ বেশ সুন্দর জার্সির ডিজাইন করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।