রেইনবো সালাদ তৈরি

Daily Ajker Sylhet

newsup

১৮ এপ্রি ২০২৩, ০২:৪২ অপরাহ্ণ


রেইনবো সালাদ তৈরি

ডেস্ক নিউজ: গ্রীষ্ম মানেই রসালো ও রঙিন সব ফলের ছড়াছড়ি। বিভিন্ন ফল দিয়ে ঝটপট বানিয়ে ফেলতে পারেন ফ্রুট সালাদ। এটি পরিবেশন করতে পারেন ইফতারের আয়োজনে।

পছন্দের যেকোনো ফল দিয়ে বানাতে পারেন সালাদ। স্ট্রবেরি, কয়েক ধরনের আঙুর, ডালিম, আপেল, কমলা, তরমুজ, কলা টুকরো করে একসঙ্গে মিশিয়ে নিন। ১ টেবিল চামচ লেবুর রস ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে নিন ফলের টুকরার সঙ্গে। পুদিনা পাতা কুচি দিয়ে আরও একবার মেখে পরিবেশন করুন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।