ব্যাটিং ব্যর্থতার পরও বাংলাদেশের ২৭ রানের জয়
২৭ এপ্রি ২০২৩, ০১:৪৬ অপরাহ্ণ

ডেস্ক নিউজ: ব্যাটিং ব্যর্থতা যেন বাংলাদেশের নারী ক্রিকেট দলের ‘ব্র্যান্ড’ হয়ে দাঁড়িয়েছে। বোলিংটা ভালো হলেও ব্যাটিংয়ে নিয়মিত ভুগতে হচ্ছে নিগার সুলতানাদের। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে বৃহস্পতিবার একমাত্র প্রস্তুতি ম্যাচেও তাদের পুরোনো সেই রোগে ভুগতে দেখা গেছে। দশ নম্বরে নামা অভিজ্ঞ অলরাউন্ডার সালমা খাতুনের ৩২ রানের সুবাদে বাংলাদেশ কোনও মতে ১১৬ রান করতে পেরেছে। জবাবে খেলতে নেমে শ্রীলঙ্কান বোর্ড প্রেসিডেন্ট একাদশ বাংলাদেশের বোলিং তোপে ৮৯ রানে অলআউট হয়েছে। তাতে ২৭ রানের জয় পেয়েছে সফরকারী দল।
কলম্বোর পি সারা ওভালে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশ। ৩৮.১ ওভার ব্যাটিং করে লাল-সবুজ জার্সিধারীরা স্বাগতিকদের ১১৭ রানের লক্ষ্য দেয়। তবে সহজ এই লক্ষ্য টপকাতে পারেনি লঙ্কান বোর্ড প্রেসিডেন্ট একাদশ।
লেগস্পিনার ফাহিমা খাতুন ও বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারের ঘূর্ণিজাদুতে ছত্রখান হয়েছে লঙ্কানদের ব্যাটিং লাইনআপ। এই দুই স্পিনারের পাশাপাশি পেসার দিশা বিশ্বাসও আলো ছড়িয়েছেন। স্বাগতিক ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২৪ রান আসে উমাশা থিমেশানির ব্যাট থেকে। আট নম্বরে নেমে মধুশিকা মেথতানন্দ ১৮ রানের ইনিংস খেলেছেন। এর বাইরে লঙ্কান কোনও ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ইনজুরির কারণে শেষ দুই ব্যাটার ব্যাটিংয়ে না নামলে লঙ্কান ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের ইনিংস ৩৩.৪ ওভারে ৮৯ রানে থেমেছে।