এলায়েনস অব সাউথ আমেরিকান লেবার এর সভা - BANGLANEWSUS.COM
  • ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

 

এলায়েনস অব সাউথ আমেরিকান লেবার এর সভা

newsup
প্রকাশিত মে ৭, ২০২৩
এলায়েনস অব সাউথ আমেরিকান লেবার এর সভা

স্টাফ রিপোর্ট : Alliance of South American Labor, The Bronx Chapter এর আমন্ত্রণে ৬ মে সন্ঘ্যায় খলিল চাইনিজে হাজির হয়েছিলেন New York City Council District-13 এর Council Women Marjorie Velasquez. Chapter president সৈয়গ তাহমিদুল হক এর সভাপতিত্বে এবং Secretary ইব্রাহীম বারভূইয়া পরিচালনায় অত্যান্ত ফলফসু ও মনোমুগ্ধকর আলোচনা হয় । এতে ASAAL Executive Committee members সহ বিশিষ্ট ব্যবসায়ী খলিলুর রহমান আরো স্হানীয় নেতৃবৃল্দ উপস্হিত ছিলেন। Council Member তার বক্তব্যে NYC ‘র উন্নয়নে সিটি কর্তৃপক্ষের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা জানান। এরপর উপস্হিত সিরাজ উদ্দিন ( সোহাগ) কবির উদ্দিন ভূইয়া, সামাদ মিয়া , কাজী রবিউজজামান, আসকীর আলী, মুহাম্মদ মিয়া মানিক, তাদের মতামত তুলে ধরেন। সর্বোপরি ASAAL political Action Director MD. ALAUDDIN এই Community’s চলমান বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং এগুলির সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সভার সমাপ্তি করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।