প্যাকেট চিনি উধাও, খোলা চিনির কেজি ১৪০

Daily Ajker Sylhet

newsup

০৮ মে ২০২৩, ১২:৪৬ অপরাহ্ণ


প্যাকেট চিনি উধাও, খোলা চিনির কেজি ১৪০

ডেস্ক নিউজ: ঈদের পর চিনির দাম আবারও বেড়েছে। বাজারে এখন খোলা চিনি এলাকাভেদে কেজি ১৩০ থেকে ১৪০ টাকা করে বিক্রি হচ্ছে। তবু বাজারের সব দোকানে পাওয়া যাচ্ছে না চিনি। বিশেষ করে প্যাকেটের চিনি নেই বললেই চলে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, প্রথমত পাইকারি দরে চিনির দাম বাড়ায় তারা এখন চিনি রাখছেন না, দ্বিতীয়ত বাজারে চিনির সংকট।

মিরপুরের কয়েকটি বাজার সরেজমিন ঘুরে দেখা যায় এই চিত্র। বাজারের অধিকাংশ দোকানে চিনি পাওয়া যাচ্ছে না। কয়েকটি দোকানে খোলা চিনি পাওয়া গেলেও প্যাকেটজাত চিনি অনেকটাই উধাও।

চিনির সংকটের কারণ হিসেবে মিরপুর ১১ নম্বরের মোহম্মদীয়া মার্কেটের ব্যবসায়ী মুন্না বলেন, ‘কয়েক দিন ধরে কোম্পানির লোকেরা আর চিনির অর্ডার কাটে না। চিনি নাকি নাই। আবার বাড়তি দামে ৫০ কেজির একটা বস্তাও আমাদের পক্ষে রাখা সম্ভব না। তাই এখন অনেক দোকানে চিনি নাই।’

এ বিষয়ে মিরপুর ১১ নম্বরের আড়তদার মো. আরশাদ বলেন, ‘এখন মিল থেকেই চিনি পাওয়া যাচ্ছে না। আগে দিনে মিলগেট থেকে ১৫০ থেকে ২০০ গাড়ি বের হইতো। এখন ৩০টা বের হয়। তাও ৭ দিন আগে থেকে সিরিয়াল দিয়ে রাখতে হয়। তার ওপর দাম বাড়ছে। এখন নগদ টাকায় চিনি নিতে হয়। দেড় বছর আগেও ৭ লাখ টাকায় এক গাড়ি (৫০ কেজির ৩২০ বস্তা) চিনি পাওয়া যাইতো। আর বর্তমানে গাড়ি ২০ লাখ হয়ে গেছে। এই ২০ লাখ টাকা চিনি কিনে রাখা সম্ভব নাকি আমাদের পক্ষে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।