শান্তিময় নিরাপদ আবাস গড়তে চান দিবাকর - BANGLANEWSUS.COM
  • ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

 

শান্তিময় নিরাপদ আবাস গড়তে চান দিবাকর

newsup
প্রকাশিত মে ১১, ২০২৩
শান্তিময় নিরাপদ আবাস গড়তে চান দিবাকর

দিবাকর দেবনাথ সিলেট সিটি কর্পোরেশনের নব-গঠিত ৪১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী। পশ্বিমভাগ নোয়াগাঁও এলাকায় তাঁর বাড়ি। পিতা মন মোহন দেবনাথ ও মাতা বিনা রানী নাথের দ্বিতীয় সন্তান দিবাকর দেবনাথ এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। পেশায় ব্যবসায়ী হলেও তিনি ছিলেন আমেরিকায়। সিটি নির্বাচনে এলাকার সাধারণ মানুষের ভালোবাসার টানে তিনি ছুটে আসেন দেশে। দিবাকর দেবনাথ বলেন, আগামী একুশে জুনের নির্বাচনে ৪১ নং ওয়ার্ডের বাসিন্দারা তাকে মূল্যায়ন করবেন। তিনি নির্বাচিত হলে, এলাকার সকল পেশার মানুষকে নিয়ে সবার মতামতের উপর ভিত্তি করে একটি আদর্শ ও বসবাস যোগ্য ওয়ার্ড গঠনে ভূমিকা রাখতে চান। ওয়ার্ডের পানি নিস্কাশন ব্যবস্থা, ড্রেনেজ সমস্যা, রাস্তা সংস্কারসহ নাগরিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি স্মার্ট ওয়ার্ড গঠনই তাঁর মূল লক্ষ্য। তিনি চান শান্তি শৃংখলা ও শান্তিময় নিরাপদ আবাস, সমাজের নৈতিক অবক্ষয় রোধে কার্যকর ব্যবস্থা গ্রহনের পাশাপাশি তিনি নিরক্ষরতা দুর করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহন করতে সচেষ্ঠ থাকবেন। তিনি এলাকার প্রবীণ ও নবীণদের নিয়ে একটি আলোকিত ওয়ার্ড গঠনের জন্য কাজ করে যাবেন। প্রেস-বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।