স্পোর্টস ডেস্ক: দুই দিন বাদেই নতুন চেহারায় শ্রীলঙ্কা। ব্যাটে-বলে দোর্দণ্ড প্রতাপ তাদের। তাতে নাস্তানাবুদ আফগানিস্তান। হাম্বানটোটায় রবিবার দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের ১৩২ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে সমতা ফেরালো শ্রীলঙ্কা।
আগে ব্যাট করে দুই ফিফটিতে ৬ উইকেটে ৩২৩ রান করে শ্রীলঙ্কা। জবাবে দুই হাফ সেঞ্চুরিয়ানকে দেখেছিল আফগানিস্তানও। কিন্তু মিডল অর্ডার থেকে টেল এন্ডারে বড় কোনও ইনিংস না হওয়ায় হার মানে তারা। বিশেষ করে দুই স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও ধনঞ্জয়া ডি সিলভার ঘূর্ণি জাদুতে বশীভূত সফরকারীরা। ৪২.১ ওভারে ১৯১ রানে অলআউট আফগানরা।
পাথুম নিসাঙ্গা ও দিমুথ করুণারত্নের ৮২ রানের উদ্বোধনী জুটিতে ভালো শুরু হয় স্বাগতিকদের। নিসাঙ্কা (৪৩) সাত রানের জন্য হাফ সেঞ্চুরি পাননি। মোহাম্মদ নবীর কাছে এলবিডব্লিউ হন।
করুণারত্নে ৬১ বলে হাফ সেঞ্চুরি করে পরের পলেই বিদায় নেন। ৫২ রানের ইনিংসে ছিল ৭ চার। পরে কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা ৮৮ রানের জুটিতে শ্রীলঙ্কাকে নিরাপদ অবস্থানে রাখেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।