খেলার আগে হেরে যেও না - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ২:৪৮, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


 

খেলার আগে হেরে যেও না

newsup
প্রকাশিত জুন ৫, ২০২৩
খেলার আগে হেরে যেও না

ডেস্ক রিপোর্ট: ভারতের বেঙ্গালুরুতে ২১ জুন থেকে শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। তারই প্রস্তুতি নিতে আজ থেকে জাতীয় দলের মাঠের অনুশীলন শুরু হয়েছে। এর আগে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন খেলোয়াড়দের নানাভাবে উদ্দীপ্ত করার চেষ্টা করেছেন। বরাবরের মতো তাদের নিজেদের সেরাটা দেওয়ার আহবান জানিয়েছেন সাবেক তারকা ফুটবলার।

বসুন্ধরা কিংস অ্যারেনাতে শুরু হয়েছে অনুশীলন। বিকালে অনুশীলনের এক ফাঁকে কাজী সালাউদ্দিন দেখা করেছেন জামাল-তপুদের সঙ্গে। আসন্ন সাফে নিজেদের সেরাটা দেওয়ার আর্তি জানিয়ে বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ অভিভাবক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমি আজ তাদের বলতে এসেছি যে তোমরা খেলার আগে হেরে যেও না। ৯০ মিনিট পরে রেজাল্ট হয়, জিতবে অথবা হারবে। তবে মাঠে গিয়ে নিজেদের সেরাটা উজার করে দাও।’

কিছু দিন আগে সিলেটে সেশেলসের বিপক্ষে শেষ ম্যাচটি হেরেছে বাংলাদেশ। সেই ম্যাচ দেখার পর এই কর্মকর্তার উপলব্ধি, ‘আমি যেটা গত কিছুদিন ধরে দেখেছি যে তারা জয় ছিনিয়ে আনার মানসিকতায় নেই। আমি তাদের বলেছি, জেতার মতো দল তোমরা। কিন্তু তোমরা যদি আগেই হেরে যাও সেটা সমস্যা। গোটা মৌসুমে তারা লিগ খেলেছে। তারা সেরা খেলোয়াড়। তবে আজ আমি যে কন্ডিশনে খেলোয়াড়দের দেখেছি তাতে মনে হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপে তারা ভালো কিছু করবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।