ডেস্ক নিউজঃ গত ৫ জুন সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে বাংলাদেশী আমেরিকান এডভোকেসিগ্রুপ(BAAG) post legislative day প্রেস কন্ফারেন্স করেন।
বাগ এর সভাপতি মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং সাঁধারন সম্পাদক শাহানা মাসুমের সন্চালনায় NYMAN এর চেয়ারম্যান মীর মাসুম ,BAAG এর ট্রেজারার এম ডি রহীম, পার্লামেন্টারিয়ান দিলরুবা চৌধুরী, সার্জেন্ট অফ আর্মস আদিল মোহাম্মদ কমিউনিটির স্বনামধন্য ব্যাক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ, ইন্জিনিয়ার কামাল ভুইঞা , সাবুল মিয়া, মাহাতাব খান, মিসবাহ উদ্দীন, আব্দুসসাত্তার, সামিরাহ নাজনিন সহ বাগ ও কমিউনিটির অনেক নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
বাগ এর সফলতা বিষয়ক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সভাপতি জয়নাল আবেদীন বলেন ১৯ এপ্রিল ২০১৯ Religious gurb bill পাশ হয় যা ছিল BAAG তথা সমগ্র কমিউনুটির জন্য এক ঐতিহাসিক দিন।সে দিন New York State senate সর্বসম্মত ভাবে বিলটি পাশ করে।যে বিলটি ২০১১ সাল থেকে BAAG advocacy করে আসছিল।মিনিমাম wage 2016 সালে পাশ হয় BAAG এ বিষয়েও advocacy করেছে। প্রসংগত দ্রবযমূল্যের উর্ধগতির সাথে মিনিমাম ওয়েজ যাতে বাড়ানো হয় সে লক্ষ্যেও বাগ করে যাচ্ছে।এছাড়া New York City তে দুই ঈদে পাবলিক স্কুলের পাশাপাশি হায়ার এডুকেশনেরও শিক্ষার্থীরা এ যেনো ছুটি ভোগ করতে পারে সে লক্ষ্যে BAAG কাজ করে যাচ্ছে।নিউইয়র্ক সিটি সমস্ত পাবলিক স্কুলে যাতে হালাল ফুড সরবারহ করা হয় সে দাবী নিয়েও বাগ কাজ করছে। ২০১০ সালে বাগ প্রতিষ্ঠার পরে এ পর্যন্ত নয়বার কমিউনিটির বিভিন্ন দাবীদাওয়ার পক্ষে নিউইয়র্ক স্টেট সিনেট ও এসেম্বেলীতে BAAG advocacy করেছে।
আশিক মাহমুদ
নিউইয়র্ক
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।