স্পোর্টস ডেস্ক: সৌদি ক্লাব আল ইত্তিফাকের কোচ হলেন স্টিভেন জেরার্ড। আগে এই দায়িত্ব নিতে অস্বীকৃতি জানালেও সিদ্ধান্ত পাল্টেছেন লিভারপুল লিজেন্ড।
সোমবার সৌদি প্রো লিগ ক্লাব টুইটারে জেরার্ডের চুক্তি নিশ্চিত করে, ‘যেখানে লিজেন্ডদের পাওয়া যায়। আমরা স্টিভেন জেরার্ডকে আমাদের নতুন প্রধান কোচ হিসেবে ঘোষণা করতে পেরে রোমাঞ্চিত। গত মাসেও সাবেক লিভারপুল ও ইংল্যান্ড মিডফিল্ডার বলেছিলেন, আল ইত্তিফাকের প্রস্তাব পেলেও গ্রহণ করছেন না।
৪৩ বছর বয়সী জেরার্ড কোচ হিসেবে ২০২১ সালে রেঞ্জার্সকে স্কটিশ প্রিমিয়ারশিপ শিরোপা জেতান, যে সাফল্য ক্লাবটি ১০ বছরে প্রথমবার পায়। এরপর জেরার্ড অ্যাস্টন ভিলায় যুক্ত হন। গত অক্টোবরে প্রিমিয়ার লিগ ক্লাব থেকে বরখাস্ত করা হয় তাকে। সৌদি প্রো লিগে গত মৌসুমে সপ্তম স্থানে শেষ করা আল ইত্তিফাককে কোথায় নিতে পারেন, সেটাই তার চ্যালেঞ্জ।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।