যুক্তরাষ্ট্র অফিস: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার এক ঘোষণায় জানিয়েছেন, কয়েক দশকের পুরোনো রাসায়নিক অস্ত্রের মজুত সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে যুক্তরাষ্ট্র। তিন দশকের পুরোনো কেমিক্যাল ওয়েপন্স কনভেনশনের অধীনে আওতাধীন একটি প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবেই এমনটা করা হয়েছে বলে জানান তিনি।
প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আজ আমি এই ঘোষণা করতে পেরে গর্বিত যে, যুক্তরাষ্ট্র সেই মজুতের চূড়ান্ত অস্ত্রশস্ত্র নিরাপদে ধ্বংস করেছে। রাসায়নিক অস্ত্রের ভয়াবহতা থেকে মুক্ত বিশ্বের এক ধাপ কাছাকাছি এসেছি আমরা।
রাসায়নিক অস্ত্র বিষয়ক কনভেনশনে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে শেষ রাষ্ট্র ছিল যুক্তরাষ্ট্র যারা রাসায়নিক অস্ত্রের মজুত ধ্বংসের ঘোষণা দিয়েছিল। তবে ধারণা করা হয় যে, কিছু দেশে এখনও গোপন ভাবে রাসায়নিক অস্ত্র মজুত রয়ে গেছে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।