পশ্চিমাদের কাছ থেকে প্রতিরক্ষা প্রতিশ্রুতি পাচ্ছে ইউক্রেন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:১৬, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

পশ্চিমাদের কাছ থেকে প্রতিরক্ষা প্রতিশ্রুতি পাচ্ছে ইউক্রেন

newsup
প্রকাশিত জুলাই ১২, ২০২৩

লন্ডন প্রতিনিধি: বিশ্বের সাতটি বৃহত্তম অর্থনীতির দেশের জোট জি-৭ ইউক্রেনের জন্য দীর্ঘমেয়াদি নিরাপত্তা প্রতিশ্রুতি ঘোষণা করবে। এই প্রতিশ্রুতিতে ভবিষ্যতে রাশিয়ার আক্রমণ থেকে সুরক্ষা এবং ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং পশ্চিমাদের অন্যান্য যোগদানের আকাঙ্ক্ষা এগিয়ে নেওয়া হবে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর জানিয়েছে।

জি-৭ দেশগুলোর এই ঘোষণা মূলত প্রতীকী। ন্যাটোর দুই দিনের শীর্ষ সম্মেলন শেষ হওয়ার দিন এই ঘোষণা দেওয়া হবে। সম্মেলনে ইউক্রেনের জন্য নিরাপত্তা প্রতিশ্রুতির কথা তুলে ধরা হয়েছে জোটের পক্ষ থেকে। তবে ন্যাটোতে যোগদানের কোনও নির্দিষ্ট সময়সীমা উল্লেখ না করায় হতাশ ইউক্রেন ও দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মঙ্গলবার লিথুয়ানিয়ার ভিলনিয়াসে হাজির হন জেলেনস্কি। ইউক্রেনে ন্যাটোর যোগদানের সময়সীমা ঘোষণা না করে হবে অপ্রত্যাশিত ও অযৌক্তিক বলে উল্লেখ করেছিলেন তিনি।

হোয়াইট হাউজের নিরাপত্তা পরিষদের ইউরোপ প্রধান আমান্দা স্লোয়াট বলেছেন, বুধবার যে নিরাপত্তা প্যাকেজ ঘোষণা করা হবে তার লক্ষ্য থাকবে ইউক্রেনকে একটি সেনাবাহিনী গড়ে তুলতে সহযোগিতা করা। যে সেনবাহিনী নিজের দেশকে রক্ষা ও ভবিষ্যৎ হামলা ঠেকাতে পারবে। প্রতিটি দেশ আলাদাভাবে ইউক্রেনকে এই দীর্ঘমেয়াদি নিরাপত্তা প্রতিশ্রুতি দেবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।