ডেস্ক রিপোর্ট: এআই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্ট) ক্ষমতাসম্পন্ন চ্যাটবট আনার প্রস্তুতি নিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। চলতি বছরের সেপ্টেম্বরে এটি আসতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস। সংবাদমাধ্যমটি জানায়, মেটা এমন কিছু চ্যাটবটের প্রোটোটাইপ ডিজাইন করেছে, যা মানুষের মতোই ব্যবহারকারীদের সঙ্গে আলোচনা করতে পারবে।
জুলাইতে মেটা লিয়ামা-২ নামে ওপেন সোর্সভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন একটি সংস্করণ বের করে। তবে সেটা বাণিজ্যিক ব্যবহারের জন্য।
এদিকে ব্লুমবার্গ জানায়, অ্যাপলও ওপেন এআই-এর চ্যাটজিপিটি এবং গুগল বারডের মতো এআই নিয়ে কাজ করছে। এটা করতে তারা তাদের নিজস্ব ফ্রেমওয়ার্ক তৈরি করেছে, যার নাম আজাক্স। অনেক প্রকৌশলী এটাকে অ্যাপল জিপিটি হিসেবে অভিহিত করছেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।