কিউআর কোড পড়তে পারবে অ্যান্ড্রয়েড ফোন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৮:০৭, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

কিউআর কোড পড়তে পারবে অ্যান্ড্রয়েড ফোন

newsup
প্রকাশিত আগস্ট ৭, ২০২৩
কিউআর কোড পড়তে পারবে অ্যান্ড্রয়েড ফোন

ডেস্ক রিপোর্ট: কিউআর (কুইক রেসপন্স) কোড দূরে থাকলে মোবাইলফোন দিয়ে তা পড়া বেশ কঠিন। এজন্য গুগল একটি নতুন কোড স্ক্যানার নিয়ে কাজ করছে, যা ক্যামেরার ফ্রেমের ভেতরে কোনও কিউআর কোড পেলেই জুম করে পড়ে ফেলতে পারবে। ফিচারটি এখনও ডিভাইসে আসেনি। তবে গুগল তার ডেভেলপারদের জন্য এর সর্বশেষ এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) উন্মুক্ত করেছে।

সংবাদ মাধ্যম ভার্জ জানায়, এটি মূলত গুগলের কোড স্ক্যানার এপিআই, যাকে নতুন কিছু ক্ষমতা দিয়ে আপডেট করা হয়েছে। এটি গুগলের কিউআর কোড, স্ক্যানার সিস্টেমে কাজ করার পাশাপাশি অন্যান্য অ্যাপেও প্রয়োগ করা যায়।

ভার্জ আরও জানায়, সম্প্রতি মিশায়েল রহমান নামে একজন অ্যান্ড্রয়েড এক্সপার্ট এটি ডেভেলপ করেছেন। তিনি বলেছেন, অ্যান্ড্রয়েডের ১৩তম সংস্করণ বা তার ওপরের সংস্করণে কিউআর কোড স্ক্যানিং ফিচার নিয়ে কাজ করা সম্ভব। এটা নিয়ে হয়তো গুগলের জিএমএস (গুগল মোবাইল সার্ভিসেস) ইতোমধ্যে কাজ করা শুরু করেছে বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যমটি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।