সেপ্টেম্বরে ভিয়েতনামে যাবেন বাইডেন

Daily Ajker Sylhet

newsup

০৪ সেপ্টে ২০২৩, ১২:১১ অপরাহ্ণ


সেপ্টেম্বরে ভিয়েতনামে যাবেন বাইডেন

নিউইয়র্ক প্রতিনিধি: ওয়াশিংটন এই অঞ্চলে চীনের প্রভাব মোকাবিলা করতে চাইছে জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ভিয়েতনামের সঙ্গে সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে খুব শিগগিরই হ্যানয় সফর করবেন। খবর এএফপির। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বাইডেন ভিয়েতনামে যাবেন বলে জানা গেছে।

নিউ মেক্সিকোতে এক অনুষ্ঠানে বাইডেন বলেন, ‘শিগগিরই আমি ভিয়েতনাম সফরে যাচ্ছি। কারণ, দেশটি আমাদের মধ্যকার বিদ্যমান সম্পর্কের আরও ইতিবাচক পরিবর্তন করতে এবং অংশীদার হতে চায়।’

 

যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের মধ্যে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক ক্রমেই আরও বৃদ্ধি পাচ্ছে। এছাড়া উভয় দেশই এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান শক্তির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে আসছে।

 

দক্ষিণ চীন সাগরে চীনের জোরালো দাবি নিয়ে বেইজিং ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো, বিশেষ করে ভিয়েতনাম ও ফিলিপাইনের সঙ্গে বছরের পর বছর ধরে বিরোধ বেড়েই চলেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।