পাকিস্তানে যাচ্ছেন লিটন
০৪ সেপ্টে ২০২৩, ১২:১৫ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক: জ্বরের কারণে এশিয়া কাপে দলের সঙ্গী হতে পারেননি লিটন দাস। তার বদলে এনামুল হক বিজয়কে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়। তবে এই মুহূর্তে অনেকটাই সুস্থ লিটন। ফলে সোমবার রাত নয়টার ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশে রওনা হচ্ছেন তিনি।
আগেই কথা ছিল, বাংলাদেশ দল সুপার ফোরে উঠলে লিটনকে পাঠানো হবে। তবে তাকে পাঠাতে গিয়ে নিয়মের বেড়াজালে পড়েছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। ১৭ জনের স্কোয়াডে কেউ যদি ইনজুরিতে না পড়েন তাহলে নতুন কাউকে যুক্ত করা যায় না, এমন একটি নিয়ম রয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি)। দলে এই মুহূর্তে ইনজুরির কোন খবরও নেই। ফলে লিটনের অন্তর্ভুক্তি নিয়ে ঝামেলা তৈরি হয়েছে।
লিটনকে দলে যুক্ত করার প্রক্রিয়া নিয়ে কাজ করছে বিসিবি। সুপার ফোরে বাংলাদেশের পরের ম্যাচ আগামী বুধবার। লিটনকে তাই আজই পাঠিয়ে দেওয়া হচ্ছে। শেষ পর্যন্ত তাকে অন্তর্ভুক্ত করা না গেলে ব্যাকআপ ক্রিকেটার হিসেবেই দলের সঙ্গে রাখা হবে বলে বিসিবি সূত্র জানিয়েছে।
ইনজুরির কারণে আগে থেকেই ছিলেন না তামিম ইকবাল। ফলে এশিয়া কাপে ওপেনিং পজিশনে লিটনই ছিলেন মূল ভরসা। কিন্তু হুট করে জ্বরে আক্রান্ত হয়ে টিম ম্যানেজমেন্টর পরিকল্পনাই ভেস্তে দেন ডানহাতি এই ব্যাটার।