জয়ের নায়ক মেসি

Daily Ajker Sylhet

newsup

০৪ সেপ্টে ২০২৩, ১২:১৫ অপরাহ্ণ


জয়ের নায়ক মেসি

স্পোর্টস ডেস্ক: গত সপ্তাহে ন্যাশভিলে লিওনেল মেসি ও ইন্টার মায়ামিকে বোতলবন্দি করে রেখেছিল। গোলশূন্য ড্রয়ে হতাশা ছড়িয়ে পড়েছিল ফ্লোরিডা ক্লাবের ক্যাম্পে। তবে এলএএফসির মাঠে ৩-১ গোলের জয়ে স্বস্তি ফেরালো মায়ামি। মেজর লিগ সকারের এই ম্যাচেও মেসি গোল পাননি, তবে দুটিতে অবদান তার।

 

১৪তম মিনিটে টমাস আভিলেসের পাস থেকে ফাকুন্দো ফারিয়াস বক্সের মধ্যে স্লাইডিং কিকে অবিশ্বাস্য গোল করেন।

 

বিরতির আগে ডিয়েগো গোমেজের পাস থেকে মেসি লক্ষ্যে শট নেন। কিন্তু এলএএফসি গোলকিপার জন ম্যাকক্যার্থি তাকে রুখে দেন।

 

 

দ্বিতীয়ার্ধে ফিরে মায়ামি স্কোর ২-০ করে। বার্সার সাবেক ত্রয়ীর যোগসাজশে গোলটি হয়। সার্জিও বুশকেটসের পাস ধরে মেসি বল বাড়ান বক্সের সামনে। জর্দি আলবা বল পায়ে নিয়ে ম্যাকক্যার্থিকে পরাস্ত করে জালে বল জড়ান। ৫১ মিনিটে মায়ামির জার্সিতে প্রথম গোল করেন স্প্যানিশ ডিফেন্ডার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।