ইন্টারন্যাশনাল ডেস্ক: সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ফোন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর নিশ্চিত করেছে।
সৌদি বার্তা সংস্থা ও আল-এখবারিয়া টেলিভিশন জানিয়েছে, ওই ফোনকলে ইউক্রেন-রাশিয়া সংকট সমাধানে সব ধরনের আন্তর্জাতিক প্রচেষ্টায় সৌদি আরবের সমর্থনের আশ্বাস দিয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
ফোনকলে জেদ্দায় অনুষ্ঠিত আরব লিগ সামিটে জেলেনস্কিকে আমন্ত্রণের জন্য সালমানকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বেশ কয়েকটি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিনিধিদের নিয়ে আয়োজিত ওই বৈঠকের জন্য সৌদি আরবের বেশ প্রশংসাও করেছেন জেলেনস্কি। ওই বৈঠকে ইউক্রেন সংকট নিয়ে আলোচনা হয়েছিল।
আরব লিগ সামিটে ইউক্রেন ১০ দফা শান্তি ফর্মুলা প্রস্তাব করেছিল। বেশ কয়েকটি দেশ এ ফর্মুলাকে সমর্থন করেছিল।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।