সরকার সাঈদীর মতো খালেদা জিয়াকেও মারতে চায়: মির্জা ফখরুল - BANGLANEWSUS.COM
  • ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

 

সরকার সাঈদীর মতো খালেদা জিয়াকেও মারতে চায়: মির্জা ফখরুল

newsup
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৩
সরকার সাঈদীর মতো খালেদা জিয়াকেও মারতে চায়: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ ২০১৪ ও ২০১৮ সালে দিনের ভোট রাতে করে ক্ষমতায় এসেছে। তাই পৃথিবীর সব মানুষ বলে গত দুই সংসদ নির্বাচন সঠিক হয়নি। তারা ২০২৪ সালেও ক্ষমতায় আসতে ষড়যন্ত্র করছে।’

তিনি বলেন, ‘বিরোধী দল যাতে ক্ষমতায় আসতে না পারে সে জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে জেলে রেখেছে। তার সঠিক চিকিৎসা করতে দেওয়া হচ্ছে না। তিনি আজ মৃত্যুর সাথে লড়াই করছেন। তারা জেলে ঢুকিয়ে মেরে ফেলেছে। তেমনি তারা খালেদা জিয়াকেও মারতে চায়।’

রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া সদরের এরুলিয়া হাটখোলায় বগুড়া থেকে রাজশাহীর রোড মার্চের কর্মসূচি উদ্বোধনকালে পথসভায় তিনি এ কথা বলেন। ভোটাধিকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এই রোড মার্চের আয়োজন করে।

অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এতদিন সংসদ বিলুপ্ত ও তত্ত্বাবধায়ক সরকার গঠন করার দাবি জানানো হয়েছে। এখন দফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ।’

তিনি সরকারকে ভয়াবহ ও ধ্বংসাত্মক দাবি করে বলেন, ‘তাদের সরিয়ে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে এ রোড মার্চ। আর এ রোড মার্চে জনগণ জেগে উঠেছে; ওদের পরাজিত করতে এক দফা দাবি বাস্তবায়ন করতে হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।