ডেস্ক রিপোর্ট: নারীবিদ্বেষী মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তানজিম হাসান সাকিব। বিশেষ করে কর্মজীবী নারীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা তার পোস্ট নিয়ে রীতিমতো হইচই পড়ে যায়। প্রবল সমালোচনার পর তার সঙ্গে কথা বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংশ্লিষ্টদের কাছে নিজের পোস্টের দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার। এসব পোস্টের জন্য অবশ্য কোনও শাস্তি পাচ্ছেন না বাংলাদেশের জার্সিতে একটি ওয়ানডে খেলা এই ক্রিকেটার। তার দাবি, তিনি নারীবিদ্বেষী নন।
বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বলেছেন, ‘ক্রিকেট বোর্ড থেকে, ক্রিকেট অপারেশনস থেকে তানজিম সাকিবের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। ওর সাথে আমরা কথা বলেছি। মিডিয়া কমিটি থেকেও তার সাথে যোগাযোগ করা হয়েছে। তাকে আমরা অবগত করেছিলাম।’
জালাল ইউনুস আরও বলেছেন, ‘যেসব পোস্ট ফেসবুকে এসেছে… তার বক্তব্য হচ্ছে কাউকে আঘাত করার উদ্দেশ্যে এরকম পোস্ট দেওয়ার কথা না। সে যেসব পোস্ট দিয়েছে, তার নিজ থেকে দিয়েছে, কাউকে উদ্দেশ্য করে না। এটা দেওয়ার পর কারও যদি মনে আঘাত লেগে থাকে সেটার জন্য সে দুঃখিত।’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।