নিজস্ব প্রতিবেদন: সিলেটে পালিত হল এসএসসি’৯১ এর বন্ধু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন’র সাধারণ সম্পাদক, চট্টগ্রামের কৃতি সন্তান, মানবতার ফেরিওয়ালা সাংবাদিক উৎফল বড়ুয়ার জন্মদিন মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সিলেট মহানগরীর পালকি রেস্টুরেন্ট, জিন্দাবাজার রাত ১০ ঘটিকায় এসএসসি’৯১ সিলেটের বন্ধুরা মিলে বন্ধুর শুভ জন্মদিন পালনের আয়োজন করে।
উক্ত শুভ জন্মদিন পালনে এসএসসি’৯১ ব্যাচ সিলেটের বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধু ফয়সল আহমদ, কামাল আহমদ, মাহবুব লস্কর, রাজিব আহমদ, বিপ্লব পাল, মুরাদ, সুশান্ত, সোহেল আহমদ, সেলিম,বেলাল, আবুল হোসেন সহ আরো অনেক বন্ধুরা। সিলেট চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের পক্ষ উপস্থিত থেকে ফুলেল শুভেচছা ও প্রানঢালা অভিনন্দন জানান সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের সভাপতি শহিদুল ইসলাম, আব্দুল আলীম আলম, শেলু বড়ুয়া, হাদিউল ইসলাম শাহারিয়ার, সীমান্ত বড়ুয়া জয়, সেতু বড়ুয়া মুক্তা।
উপস্থিত সকলে বন্ধু সহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উৎফলের প্রতি শুভ কামনা ও আগামীর পথ চলা আরও সুন্দর সমৃদ্ধ সহ পরিপূর্ণতায় ভরে উঠুক এই কামনা করে। এবং শেষে উৎফল সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সহ ধন্যবাদ জানান।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।