ডেস্ক রিপোর্ট: জানাজার নামাজে শুধু প্রথম তাকবিরেই হাত ওঠাবে। বাকি তাকবিরগুলোতে হাত ওঠাবে না। ওলীদ ইবনে আবদুল্লাহ যুহরী (রাহ.) বলেন- আমি ইবরাহীম নাখায়ীকে (রাহ.) দেখেছি, তিনি যখন জানাজার নামাজ পড়তেন তখন চার তাকবির বলতেন। প্রথম তাকবিরে হাত ওঠাতেন। এ ছাড়া বাকি তাকবিরগুলোতে হাত ওঠাতেন না।
সূত্র: কিতাবুল হুজ্জাহ আলা আহলিল মাদীনা ১/২৩৩; মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১১৫০৪, আলমাবসূত, সারাখসী ২/৬৪; বাদায়েউস সানায়ে ২/৫৩; ফাতাওয়া খানিয়া ১/১৯২; শরহুল মুনইয়াহ, পৃ. ৫৮৮
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।