কানাডা অফিস: গত সপ্তাহে নিউ ইয়র্কে সাংবাদিকদের প্রশ্নগুলো শুনতে শুনতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মুখের হাসি ম্লান হতে থাকে। স্বাভাবিকভাবেই, প্রায় সব প্রশ্ন ছিল সোমবার ভারতের বিরুদ্ধে ট্রুডোর অভিযোগ নিয়ে। তিনি দাবি করেছিলেন, কানাডার একজন নাগরিক হরদীপ সিং নিজ্জারকে কানাডার ভূমিতে হত্যায় ভারত সরকারের জড়িত থাকার বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে। ভারত নিহত নিজ্জারকে খালিস্তানপন্থি বিচ্ছিন্নতাবাদী হিসেবে সন্ত্রাসী বলে অভিযুক্ত করে আসছে। দিল্লি এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। তবে মিত্রদের পাশে পাচ্ছেন না কানাডা ।
ধীর ও সতর্কভাবে ট্রুডো নিজের কথা তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন, আমরা উসকানি দিতে বা সমস্যা তৈরি করতে চাইছি না। আমরা একটি আইনের শাসনভিত্তিক সমাজের পক্ষে অবস্থান নিচ্ছি।
এক সাংবাদিক জানতে চেয়েছিলেন, কানাডার মিত্ররা কোথায়? এখন পর্যন্ত আপনাকে একাই মনে হচ্ছে।
অন্তত প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে এই লড়াইয়ে কানাডার প্রধানমন্ত্রী একা হয়ে পড়েছেন। যেদিন তিনি এই অভিযোগ করেন, ফাইভ আইজ ইন্টেলিজেন্স জোট মিত্ররা চিরাচরিত বক্তব্য দিয়ে বিবৃতি দিয়েছে। কেউই কানাডার পক্ষে সমর্থন প্রকাশ করেনি।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।