১ হাজার কোটির ক্লাবে জাওয়ান - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৮:০৭, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

১ হাজার কোটির ক্লাবে জাওয়ান

newsup
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৩
১ হাজার কোটির ক্লাবে জাওয়ান

ডেস্ক রিপোর্ট: ফিরে আসা কাকে বলে, সেটা রাজকীয় কায়দায় বুঝিয়ে দিলেন শাহরুখ খান। ‘পাঠান’ দিয়ে চলতি বছরের শুরুতে রেকর্ডের খাতা খুলেছিলেন। সেটা হাজার কোটি রুপির মাইলফলক ছাড়িয়ে ননন্য নজির গড়ে। বছর না গড়াতে আবারও এই মেগাক্লাবের সদস্য হলেন কিং খান।

সম্প্রতি মুক্তি পাওয়া শাহরুখের নতুন ছবি ‘জাওয়ান’র বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন ১ হাজার কোটি রুপি ছাড়িয়ে গেছে। রবিবার (২৪ সেপ্টেম্বর) মুক্তির মাত্র ১৮ দিনেই এই রেকর্ড গড়েছে ছবিটি। এর আগে মুক্তির পর ২৭ দিনে হাজার কোটিতে প্রবেশ করেছিল ‘পাঠান’।

ফলে সবচেয়ে কম সময়ে ১ হাজার কোটি কালেকশন করা হিন্দি সিনেমা এখন ‘জাওয়ান’। বিষয়টি নিয়ে বক্স অফিস ও সিনেমা বিশ্লেষক সুমিত কাড়েল বলেছেন, ‘ইতিহাস সৃষ্টি হলো। ১৮ দিন শেষে এর কালেকশন ১ হাজার ৪ কোটি রুপি। শাহরুখ খানই একমাত্র ভারতীয় তারকা, যিনি মাত্র ৯ মাসের মধ্যে দুটি হাজার কোটির সিনেমা উপহার দিয়েছেন।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।