কী ছিল বিধ্বস্ত রুশ সামরিক উড়োজাহাজে? - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৫:০৭, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

কী ছিল বিধ্বস্ত রুশ সামরিক উড়োজাহাজে?

newsup
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৪
কী ছিল বিধ্বস্ত রুশ সামরিক উড়োজাহাজে?

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে বিধ্বস্ত রশ
সামরিক উড়োজাহাজ ইলিউশিন-৭৬ কী পরিবহন করছিল তা নিয়ে রাশিয়া ও ইউক্রেনের
পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া যাচ্ছে। ইউক্রেনের দাবি, উড়োজাহাজটি রুশ আকাশ
প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ বহন করছিল। আর রাশিয়ার দাবি, এতে অন্তত ৬৫
ইউক্রেনীয় যুদ্ধবন্দিকে বিনিময়ের জন্য বেলগোরোদে নিয়ে যাওয়া হচ্ছিল। উভয়
দেশের দাবি স্বতন্ত্রভাবে যাচাই করে করে নিশ্চিত করতে পারেনি কোনও
আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ইউক্রেনের স্থানীয় সংবাদমাধ্যমে ঘটনার পর পর দাবি করা হচ্ছিল, ইউক্রেনীয়
সেনাবাহিনী ইলিউশিন-৭৬ উড়োজাহাজকে গুলি করে ভূপাতিত করেছে। যদিও পরে এমন
প্রতিবেদন মুছে ফেলা হয়েছে।

ইউক্রেনের জেনারেল স্টাফকে উদ্ধৃত করে ইউক্রেনস্ক প্রাভদা ওয়েবসাইটের খবরে
বলা হয়েছে, উড়োজাহাজটি রাশিয়ার এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বহন
করছিল। তবে ইউক্রেনের পক্ষ থেকে যুদ্ধবন্দিদের কথা উল্লেখ করা হয়নি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, এতে
৬৫ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দি ছিলেন। এদের বন্দিবিনিময়ের জন্য বেলগোরোদ নিয়ে
যাওয়া হচ্ছিল। তাদের সঙ্গে উড়োজাহাজের ৬ রুশ ক্রু ও আরও তিন ব্যক্তি ছিলেন।
উড়োজাহাজে থাকা সবাই নিহত হয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।