আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মলের “স্টেট অব দ্য সিটি” ভাষন অনুষ্ঠানে বিএএসজের অংশগ্রহন
০৫ ফেব্রু ২০২৪, ০২:৪১ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সুব্রত চৌধুরী- গত দুই ফেব্রুয়ারি, শুক্রবার নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটির মাননীয় মেয়র মার্টি স্মল তাঁর বার্ষিক “স্টেট অব দ্য সিটি” ভাষন প্রদান করেন।
ওইদিন দুপুরে মেয়র মার্টি স্মল হার্ডরক ক্যাসিনোর বলরুমে মেট্রোপলিটান বিজনেস এন্ড সিটিজেনস এসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে “স্টেট অব দ্য সিটি” ভাষন প্রদান করেন। অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসাবে উপস্হিত ছিলেন নিউ জারসি রাজ্যের কমিউনিটি এফেয়ার্স বিভাগের অস্হায়ী কমিশনার মিসেস জ্যাকুলীন এ সুয়ারেজ ।
মাননীয় মেয়র তাঁর ভাষনে চলতি বছর আটলান্টিক
সিটির অগ্রযাএা অব্যাহত রাখার লক্ষ্যে তাঁর বিভিন্ন পরিকল্পনা ,নগর কর্তৃপক্ষের বিভিন্ন বিভাগের লক্ষ্য ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।এছাড়া তাঁর বলিষ্ঠ নেতৃত্বে আটলান্টিক সিটির বিভিন্ন ক্ষেত্রে যে অগ্রগতি সাধিত হয়েছে তার বিস্তারিত বিবরনও তুলে ধরেন।
অনুষ্ঠানে ব্যবসায়ী, শিক্ষাবিদ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সিটি কাউন্সিলরগণ, নগর কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তারা সহ বিভিন্ন কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।
অনুষ্ঠানে আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য
সুব্রত চৌধুরী,বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো: জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো: জাকিরুল ইসলাম খোকা , ট্রাস্টি বোর্ড এর চেয়ারম্যান আব্দুর রফিক, বিএএসজে কর্মকর্তা গিয়াসউদদীন পাঠান, মো. আইয়ুব, মোঃ মনিরুজামান, বেলাল হোসেন ভূঁইয়া, আব্দুর রহিম,আবু নসর উপস্হিত ছিলেন।
মাননীয় মেয়রের “স্টেট অব দ্য সিটি” ভাষন সম্পর্কে
বিএএসজের নেতৃবৃন্দ এই প্রতিবেদকের কাছে তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
তাঁরা বলেন, মাননীয় মেয়র মার্টি স্মলের বার্ষিক “স্টেট অব দ্য সিটি” ভাষন আটলান্টিক সিটির অগ্রযাত্রায় একটি মাইলফলক। তাঁরা আরো বলেন, মাননীয় মেয়রের বলিষ্ঠ ও যোগ্য নেতৃত্বে আটলান্টিক সিটি তার অভীষ্ট লক্ষ্যের পানে এগিয়ে যাচ্ছে।এজন্য বিএএসজে নেতৃবৃন্দ প্রবাসী বাংলাদেশি বান্ধব মেয়র মার্টি স্মলকে টুপিখোলা অভিনন্দন জানান।