ডেস্ক রিপোর্ট: কবি ও গবেষক সৈয়দ মবনু বলেছেন, এক সময় বলা হতো মেহনতে সফল আনে। এখন তা বলা হয় না। গবেষকরা এখন মনে করেন শৈল্পিকতাই সফলতার মৌলিক মাধ্যম। শৈল্পিক কাজ এবং মেহনতি কাজের মধ্যে বেশ ব্যবধান রয়েছে। স্মাট ওয়ার্কে কম কষ্টে বেশি ফল পাওয়া যায়, সফলতার সম্ভাবনা থাকে বেশি এবং তা হয় দীর্ঘস্থায়ী। হেভি ওয়ার্কে কাজ বেশি করতে হয়, তা সফল হতে পারে, নাও হতে পারে। তা স্থিতিশীল দীর্ঘ মেয়াদী হতে পারে, নাও হতে পারে। তাই আমাদের কাজকে শৈল্পিক করতে হবে। সাথে মেহনত থাকে তা হলে আরও বেশি স্থিতিশীল সফলতা আনা সম্ভব।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি ২০২৪) নগরীর মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে ১১৮৭তম সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের পাঠাগার সম্পাদক সৈয়দ মোহাম্মদ তাহেরের সভাপতিত্বে আসরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কবি বাসিত ইবনে হাবিব ও ছড়াকার সাজ্জাদ আহমেদ সাজু। জীবন সদস্য কামাল আহমদের সঞ্চালনায় লেখাপাঠ করেন, সিরাজুল হক, ছয়ফুল আলম পারুল, মো. ফেরদৌস মিয়া, প্রকৌশলী মামুন চৌধুরী, কুবাদ বখত চৌধুরী রুবেল, মুক্তার আহমদ, নজরুল ইসলাম, শেখ সারফুদ্দিন, মকসুদ আহমদ লাল, বাহাউদ্দীন বাহার, সাজিদুর রহমান, লিলু মিয়া, দিদার আহমদ প্রমুখ। আসরের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কামাল আহমদ।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।