সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ: স্বাগতিক নেপালকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:৩২, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ: স্বাগতিক নেপালকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

editorbd
প্রকাশিত মার্চ ২, ২০২৪
সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ: স্বাগতিক নেপালকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

নেপালকে ২-০ গোলে হারিয়ে চার জাতি সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল। শনিবার(২ মার্চ) বিকালে ললিতপুরের আনফা কমপ্লেক্সে স্বাগতিক নেপালকে হারায় বাংলাদেশ। প্রথমার্ধে দুটি গোল করে বাংলাদেশ। ম্যাচ শেষে সন্তুষ্টি প্রকাশ করেন বাংলাদেশ দলের প্রধান কোচ এ কে এম সাইফুল বারী টিটু। শনিবার(২ মার্চ) বিকালে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বলেন, ‘প্রথম ম্যাচ হিসেবে পারফরম্যান্স ঠিক ছিল, তবে অনেক উন্নতি করতে হবে, বিশেষ করে আমরা যে সুযোগ তৈরি করেছি, আমাদের আরও গোল করা উচিত।’ লিগ ভিত্তির ম্যাচে ৫ মার্চ ভারতের বিপক্ষে এবং ৮ মার্চ একই সময়ে একই ভেন্যুতে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। শীর্ষ দুই দল ১০ মার্চ ফাইনালে খেলবে। এর আগে শুক্রবার(১ মার্চ) বিকালে একই ভেন্যুতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভুটানকে ৭-০ গোলে বিধ্বস্ত করে চমৎকার সূচনা করে ভারত। ভারতের হয়ে দুটি করে গোল করেন শ্বেতা রানি, পার্ল ফার্নান্ডেজ ও আনুশকা কুমারী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।