স্বপরিবারে হজ্জ পালন শেষে নিউইয়র্ক ফিরেছেন বারী গ্রুপের সিইও আসেফ বারী – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৯:২৩, ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ


 

স্বপরিবারে হজ্জ পালন শেষে নিউইয়র্ক ফিরেছেন বারী গ্রুপের সিইও আসেফ বারী

editorbd
প্রকাশিত জুন ২৪, ২০২৪
স্বপরিবারে হজ্জ পালন শেষে নিউইয়র্ক ফিরেছেন বারী গ্রুপের সিইও আসেফ বারী

ডেস্ক রিপোর্ট: পবিত্র হজ্জ পালন শেষে বারী গ্রুপের সিইও আসেফ বারী টুটুল, বারী গ্রুপের চেয়ারম্যান মুনমুন বারী, একমাত্র মেয়ে সাবাহ বারী, দুই ছেলে মুহিব বারী ও আদিব বারী ২০ জুন বৃহস্পতিবার বিকেলে নিউইয়র্ক ফিরে এসেছেন।
আসেফ বারী বলেন, এই পবিত্র হজ্জ পালনে যারা দোয়া করেছেন তাদের সকলকে ধন্যবাদ। তিনি আরো বলেন, আমি সকলের জন্য দোয়া করেছি, দোয়া করবেন আল্লাহ্ যেন আমাদের পরিবারের সকলের হজ্জ কবুল করেন। পবিত্র হজ্জ পালন একটা কষ্টসাধ্য বিষয়। সৌদি আরবে ১৩০-১৪০ ডিগ্রি তাপমাত্রায় হজ্জ পালনে আল্লাহ্ যে মেহেরবানি করেছেন তার জন্য আল্লাহতালার কাছে কৃতজ্ঞ। আসেফ বারী টুটুল গত ১০ জুন, স্বপরিবারে পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করেছিলেন।

সুত্র: ইউএসনিউজ অনলাইন ডটকম

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।