পদত্যাগ করলেন ঋষি সুনাক, ছাড়বেন দলীয় পদও

Daily Ajker Sylhet

editorbd

০৫ জুলা ২০২৪, ১২:০২ অপরাহ্ণ


পদত্যাগ করলেন ঋষি সুনাক, ছাড়বেন দলীয় পদও

ডেস্ক রিপোর্ট: ঋষি সুনাক শুক্রবার (৫ জুলাই) ব্রিটেনের রাজা চার্লসের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। বাকিংহাম প্যালেস জানিয়েছে, রাজা তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে। বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার সকালে রাজার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঋষি সুনাক। এ সময় তিনি প্রধানমন্ত্রী ও ফার্স্ট লর্ড অব দ্য ট্রেজারির দায়িত্ব থেকে পদত্যাগ করেন। রাজা তা গ্রহণ করেছেন। বাকিংহাম প্যালেস থেকে বের হওয়ার সময় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার স্ত্রী অক্ষতা মূর্তি। সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাজার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করবেন। নির্বাচনে ভরাডুবির পর কনজারভেটিভ দলের নেতার দায়িত্ব থেকেও পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঋষি সুনাক। ডাউনিং স্ট্রিটে দেওয়া শেষ ভাষণে তিনি বলেছেন, তিনি বলেন, আমি টোরি (কনজারভেটিভ) নেতার পদ থেকে পদত্যাগ করব। তবে এখনই নয়। যখন দলের উত্তরসূরি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে তখন। ১৪ বছর সরকারে থাকার পর কনজারভেটিভ পার্টির পুনর্গঠিত হওয়াটা গুরুত্বপূর্ণ। তবে তারা যথেষ্ট পেশাদারিত্ব এবং কৃতিত্বের সঙ্গে বিরোধীদলের গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে সেটিও কম নয়। সুনাক বলেন, আমি প্রধানমন্ত্রী হিসাবে আমার সবটা দিয়েছি। কিন্তু আপনারা পরিষ্কার বার্তা পাঠিয়েছেন যে, যুক্তরাজ্যের সরকার পরিবর্তন হতে হবে। আর কেবল আপনাদের বিচারই আসল কথা। প্রধানমন্ত্রী থাকাকালে পরিবারের কাছ থেকে যে সমর্থন-সহযোগিতা পেয়েছেন সেজন্য ধন্যবাদ জানান সুনাক।

সূত্র:বাংলা সংবাদ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।