সিলেটে ইউনিক ফার্মা চৌহাট্টা ও শিবগঞ্জ শাখায় ভাংচুর ও লুটপাট - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, ভোর ৫:৩৮, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

সিলেটে ইউনিক ফার্মা চৌহাট্টা ও শিবগঞ্জ শাখায় ভাংচুর ও লুটপাট

banglanewsus.com
প্রকাশিত আগস্ট ৬, ২০২৪
সিলেটে ইউনিক ফার্মা চৌহাট্টা ও শিবগঞ্জ শাখায় ভাংচুর ও লুটপাট

সিলেট নগরীর চৌহাট্টা ও শিবগঞ্জ এলাকায় অবস্থিত ইউনিক ফার্মা নামে ২টি ফার্মেসীতে ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত ৫ আগষ্ট সোমবার বিকালে পৃথক পৃথক সময়ে রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে এ ঘটনা ঘটে। ফার্মেসী দু’টির মালিক সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ ও তার ভাই মোহাম্মদ শাহীন আহমদ।

জানা যায়, দুর্বৃত্তরা সোমবার বিকাল ৪টা থেকে ৬টার মধ্যে দুটি ফার্মেসীতে ব্যাপক ভাংচুর করে এবং যাবতীয় ঔষধ, ফার্নিচার ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যায়। দুর্বৃত্তরা ফার্মেসির ডিসপ্লে, গ্যালারী, আসবাপত্র ভাংচুর করেছে।
ইউনিক ফার্মা’র মালিক সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ জানান, রাজনৈতিক প্রতিহিংসা ও রাজনৈতিক পট-পরিবর্তনের কারণে দুর্বৃত্তরা আমাদের দুটি ফার্মেসী ভাংচুর ও লুটপাট করে ব্যাপক ক্ষয়-ক্ষতি করেছে। তিনি এ ধরণের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।