তামাবিল কাস্টমস গুদামে হামলা-তালা ভেঙ্গে লুটপাট, কর্মকর্তাদের লাঞ্ছিত - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, ভোর ৫:৪৭, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

তামাবিল কাস্টমস গুদামে হামলা-তালা ভেঙ্গে লুটপাট, কর্মকর্তাদের লাঞ্ছিত

editorbd
প্রকাশিত আগস্ট ৭, ২০২৪
তামাবিল কাস্টমস গুদামে হামলা-তালা ভেঙ্গে লুটপাট, কর্মকর্তাদের লাঞ্ছিত

তামাবিল কাস্টমস গুদামে হামলা করে লুটপাট করেছে একদল দুর্বৃত্ত। এর আগে কাস্টমস কোয়ার্টার আক্রমণ করে কর্মকর্তাদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় প্রশাসনিক কোন সহযোগিতা না পেয়ে পালিয়ে যেতে বাধ্য হন কর্মকর্তা-কর্মচারীরা।

কাস্টমস সূত্র জানায়, গত ৫ আগস্ট রাত সোয়া ১০ টার দিকে ৭০০ থেকে ৮০০ দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তামাবিল স্থল স্কাস্টমস অফিসার্স কোয়ার্টার আক্রমণ করে। এ সময় চারদিক ঘিরে ফেলে কাস্টমস কর্মকর্তাদের খুঁজতে থাকে। সেখানে কর্মরত একাধিক কর্মকর্তা-কর্মচারী জানান, প্রাথমিকভাবে কোয়ার্টারে অবস্থানরত কর্মকর্তারা আক্রমণকারীদের নিবৃত করার চেষ্টা করেন। তবে গুদামের চাবি না পেয়ে তারা ক্ষিপ্ত হয়ে উপস্থিত কর্মকর্তারদের লাঞ্ছিত করে।

এসময় পুলিশের সহযোগীতা চেয়েও পাননি জানিয়ে কর্মকর্তারা জানান, একপর্যায়ে আমরা ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন। তখন গুদামে রক্ষিত বিভিন্ন জিআরভূক্ত মালামাল তালা ভেঙ্গে লুটপাট করা হয়। এছাড়াও কর্মকর্তা-কর্মচারীদের কক্ষে ঢুকে ল্যাপটপ কম্পিউটার, ওয়াকিটকিসহ অন্যান্য আসবাবপত্র লুটপাট ও ভাঙচুর করে।

পরবর্তীতে হামলাকারীরা জিরো পয়েন্টে রক্ষিত মূল গুদামের তালা ভেঙে জি-আরভূক্ত মালামাল লুটপাট করলে আশেপাশের স্থানীয় লোকজন টের পেয়ে মাইকে ঘোষণা দিলে কিছু মালামাল ফেলে রেখে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। তামাবিল শুল্ক গুদামে লুটপাট- ভাঙচুর করার পূর্বে বিজিবি ক্যাম্প, পুলিশ ফাঁড়ি ও ইমিগ্রেশন পুলিশ অফিসেও হামলা চালায় দুর্বৃত্তরা।

সূত্র: এশিয়ান বাংলা

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।