ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জের মাধবপুর উপজেলার চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন এ দেশ ও দেশের সকল সম্পদের মালিক এ দেশের জনসাধারণ। তা রক্ষা করতে হবে আমাদের সকলকেই। ছাত্র-জনতার আন্দোলনের ফলে দীর্ঘদিন জাতীর ঘাড়ে চেপে থাকা ফ্যাসিষ্ট সরকারের বিদায় হলেও তার দোসরা বসে নেই। দেশকে সংকটে ফেলার জন্য নানাবিধ যড়যন্ত্র করে যাচ্ছে। তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। কোন অবস্থায়ই যেন ছাত্র-জনতার বিজয়কে নস্যাৎ করতে না পারে। হিন্দু সম্প্রদায়সহ সকল সম্প্রদায়ের জন-মালের হেফাজত করতে হবে। কাউকে আঘাত বা চাঁদা চাওয়া যাবে না। কেউ যদি এর সঙ্গে জড়িত হওয়ার চেষ্টা করে তাহলে কঠোর হস্তে তা দমন করা হবে। পুলিশসহ সকল সরকারি কর্মকর্তা আমাদের। তাদের সম্মান ও মর্যাদা রক্ষা করা আমাদের কর্তব্য। সস্ত্রাসী বা দুঃকৃতিকারীরা কোন দলের বা গোষ্টির না। তাদের প্রতিহত করতে প্রতিটি পাড়া-মহল্লায় ছাত্র-জনতা মিলে কমিটি গঠন করতে হবে। তিনি বৃহস্পতিবার মাধবপুরে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথাগুলো বলেন। তাছাড়া মাধবপুর থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদসহ সকল পুলিশ সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। বিকালে মাধবপুর পৌর বাজার, জগদীশপুর বাজার, নোয়াপাড়া বাজারের সকল ব্যবসায়ী ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাত করে তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয়। এ সময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান মিনহাজউদ্দিন কাসেদ, উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারন সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সিনিয়র সহসভাপতি মাসুকুর রহমান মাসুক, সহসভাপতি আবুল বাশার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক সুমন চৌধুরী, মোস্তফা কামাল বাবুল, পৌর সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, নোয়াপাড়া ইউ/পি চেয়ারম্যান আতাউল মোস্তফা সোহেল, সাবেক চেয়ারম্যান এস.এম জাবেদ, আদাঐর ইউ/পি চেয়ারম্যান মীর খুরশেদ আলম, ফারুক রানা, কাউন্সিলর ও যুগ্ম সাধারন সম্পাদক বাবুল হোসেন. কাউন্সিলর ও যুগ্ম সাধার শেখ জহিরুল ইসলাম, কাউন্সিলর আফজল পাঠান, বিএনপি নেতা জামাল মোঃ আবু নাসের, এম.এ গউছ, যুবদলের আহবায়ক এনায়েতউল্লাহ, যুগ্ম আহবায়ক কবির চৌধুরী, যুগ্ম আহবায়ক মশিউর রহমান মুর্শেদ, পৌর আহবায়ক জনি পাঠান, যুগ্ম আহবায়ক এমদাদুল হক সুজন, যুগ্ম আহবায়ক জসিম শিকদার, যুবদল নেতা রুবেল আহম্মদ, রনি আহম্মদ, সোহেল মাহমুদ, এমরান মিয়া, স্বেচ্ছাসেবক দলের নেতা আলমগীর কবির, ছাত্রদল নেতা রিপন মিয়া, ইমন খান, সেজান মিয়া, রাজ প্রমুখ।
সুত্র: এফএনএস ডটকম
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।