কলের মরিচা দূর করার ৩ উপায় - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৭:৩২, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

কলের মরিচা দূর করার ৩ উপায়

editorbd
প্রকাশিত আগস্ট ১৩, ২০২৪
কলের মরিচা দূর করার ৩ উপায়

ডেস্ক রিপোর্ট: পানিতে আয়রনের মাত্রা বেশি থাকলে কলের মুখ হলুদ হয়ে যেতে পারে। আধুনিক কায়দায় সাজানো বাথরুমে এই ধরনের কল বেশ দৃষ্টিকটু লাগে। অনেক সময় স্টিলের বা লোহার কল দীর্ঘদিন ব্যবহারের কারণেও মরিচা পড়ে যেতে পারে। কীভাবে এই মরিচা দূর করবেন জেনে নিন। কলের মুখের কাছে যেখানে পুরু হয়ে আয়রন জমেছে সেখানে মোটা করে
টুথপেস্টের প্রলেপ লাগিয়ে দিন। এভাবে সারা রাত রেখে দিন। পরের দিন সকালে পরিষ্কার করার ব্রাশ দিয়ে ঘষে নিন। মরিচা উঠে যাবে। একটি পেপার টাওয়েল ভিনেগারে ভিজিয়ে কলের মুখ ঢেকে দিন। কয়েক ঘণ্টা পর ঘষে পরিষ্কার করে ফেলুন।
সাদা ভিনেগার, লবণ ও লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করে লাগিয়ে রাখুন মরিচার উপরে। সারা রাত রেখে পরদিন পরিষ্কার করে ফেলুন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।