অস্ট্রেলিয়ায় বাংলাদেশের মাথার ভেতর আপেল গাছ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৭:৪০, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের মাথার ভেতর আপেল গাছ

editorbd
প্রকাশিত আগস্ট ১৩, ২০২৪
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের মাথার ভেতর আপেল গাছ

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাথার ভেতর আপেল গাছ’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন (আইএফএফএম)-এর অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে ছবিটি। যাতে ছবিটির প্রথম প্রদর্শনী হচ্ছে আগামী ২১ আগস্ট।

মোহাম্মদ ফজলে রাব্বি মৃধা পরিচালিত ছবিটির অন্যতম প্রযোজক আরিফুর রহমান খবরটি নিশ্চিত করেছেন। নির্মাতা জসীম আহমেদ ছবিটির নিবেদক। প্রযোজনা করেছেন যৌথভাবে তিন নির্মাতা- বিজন ইমতিয়াজ,আরিফুর রহমান ও জসীম আহমেদ এবং নির্বাহী প্রযোজক সাকিব ইফতেখার।

এতে অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার, জয়িতা মহলানবিশ, এ.কে আজাদ সেতু, সোহাগ মৃধা প্রমুখ। ছবির অন্যান্য কলাকুশলীর মধ্যে উল্লেখ্য হলেন চিত্রগ্রাহক মনিরুল ইসলাম এবং দিব্য সমদ্দার, সংগীত এবং সাউন্ড ডিজাইন রাশিদ শরীফ শোয়েব এবং সম্পাদনায় মেহেদী হাসান খান সম্রাট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।