নামাজে বাংলায় দোয়ার ইসলামের বিধান - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ১০:০৭, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

নামাজে বাংলায় দোয়ার ইসলামের বিধান

editorbd
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৪
নামাজে বাংলায় দোয়ার ইসলামের বিধান

ডেস্ক রিপোর্ট: নামাজ ইবাদত। ইবাদতের মাঝে যা কিছু করা হয়, সবই ইবাদতের অন্তর্ভূক্ত। সুতরাং তার মাঝে দোয়া করা সেটিও ইবাদতের অংশ। আর ইবাদত আরবি ভাষায়ই আদায় করতে হয়। অন্য ভাষায় ইবাদত আদায় হয় না। যেমন নামাজ, হজের তাকবির, আজান, ইকামত ইত্যাদি| সুতরাং অন্য ভাষায় দোয়া করলে নামাজ হবে না। বরং দোয়া আরবি ভাষায়, বা কুরআন ও হাদিসে বর্ণিত দোয়াই কেবল করা যাবে। নামাজে দোয়া করতে হলে আরবি দোয়াই করা এটিই বিধান।

ফরজ নামাজের সিজদায় গিয়ে তাসবিহ পড়া ছাড়া দীর্ঘ দোয়া প্রমাণিত নয়। নফল নামাজে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়ে দীর্ঘ দোয়া করেছেন। হাদিসে সেই দোয়াগুলো বর্ণিত হয়েছে। আমাদের উচিত সেসব দোয়া মুখস্থ করে সিজদায় গিয়ে দোয়া করা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।