শান্তি চুক্তির পথে আর্মেনিয়া-আজারবাইজান - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৭:০৯, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

শান্তি চুক্তির পথে আর্মেনিয়া-আজারবাইজান

editorbd
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২৪
শান্তি চুক্তির পথে আর্মেনিয়া-আজারবাইজান

ডেস্ক: সম্ভাব্য একটি শান্তি চুক্তির কাছাকাছি থাকার কথা জানিয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান। দুই পক্ষই বলেছে, সাবেক সোভিয়েত ইউনিয়নের দীর্ঘতম চলমান আঞ্চলিক দ্বন্দ্বগুলোর একটি শিগগিরই শেষ হতে যাচ্ছে। এই নিয়ে উভয়পক্ষের মধ্যে গভীর আলোচনা চলছে। অনেকে বিষয়েই দেশ দুটি একমত হয়েছে। শনিবার (৩১ আগস্ট) মার্কিন রাজনেতিক পত্রিকা পলিটিকো এই খবর জানিয়েছে।

চুক্তিটি স্বাক্ষরিত হলে দক্ষিণ ককেশাসে কয়েক দশকের সংঘাতের পরে শান্তি ফিরে আসবে। আর দীর্ঘ প্রতীক্ষিত এই চুক্তিটি সম্পন্ন হওয়ার কাছাকাছি রয়েছে বলে নিশ্চিত করেছে আর্মেনিয়া ও আজারবাইজান।

শনিবার এক সংবাদ সম্মেলনে, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান ঘোষণা করেন, শান্তি চুক্তি স্বাক্ষরের জন্য আজারবাইজানকে একটি আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে তার সরকার। সাম্প্রতিক মাসগুলোতে দ্বিপাক্ষিক আলোচনার মূল বিষয়গুলোতে যথেষ্ট অগ্রগতি মূল্যায়নের পরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।