ইন্টারন্যাশনাল ডেস্ক: লোহিত সাগরে ইয়েমেনের উপকূলে দুটি জাহাজ হামলার শিকার হয়েছে। পানামা পতাকাবাহী তেল ট্যাংকার দুটি ক্ষেপণাস্ত্রের আঘাতে আক্রান্ত হয়েছে। এছাড়া একটি বাণিজ্যিক জাহাজ ড্রোন হামলার মুখোমুখি হয়েছে। ব্রিটিশ মেরিটাইম সংস্থার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মিলিটারি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, ট্যাংকারটিতে ক্ষেপণাস্ত্র দ্বারা আক্রমণ করা হয়েছে। মেরিটাইম সিকিউরিটি ফার্ম আমব্রে জানিয়েছে, হামলার শিকার ট্যাংকারটি হলো ব্লু লেগুন আই। প্রথম ঘটনার ক্ষেত্রে, ট্যাংকারটি ইয়েমেনের সেলিফ বন্দর থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল উত্তরপশ্চিমে আক্রমণের শিকার হয়। ইউকে মারিটাইম ট্রেড অপারেশন্স ও আমব্রে জানিয়েছে, ট্যাংকারের গ্রিক ম্যানেজার স্যুয়েজম্যাক্স ক্লাস ব্লু লেগুন আই, সি ট্রেড মারিন এসএ-র পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।