দুদকের তথ্য চাওয়ায় ভুল বোঝাবুঝির অবকাশ আছে - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৭:২৪, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

দুদকের তথ্য চাওয়ায় ভুল বোঝাবুঝির অবকাশ আছে

editorbd
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২৪
দুদকের তথ্য চাওয়ায় ভুল বোঝাবুঝির অবকাশ আছে

ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়া, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ ১০টি দেশে বাংলাদেশ দূতাবাসের ৩৮ কর্মকর্তা-কর্মচারীর তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন। এখানে ভুল বোঝাবুঝির অবকাশ আছে বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের এক প্রশ্নে বলেন, ‘ভুল বোঝাবুঝির অবকাশ আছে বলে আমার মনে হয়। তবে আমি নিশ্চিত করে কিছু বলবো না, যতক্ষণ প্রতিটি কেইস আমি ডিটেইলস দেখবো।’

এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখানে কিছু কনফিউশন থাকতে পারে, সেগুলো আমরা দূর করবো।অডিট অবজেকশন এবং দুর্নীতি এক জিনিস না। একটি ছোট উদাহরণ দিই। আমি কলকাতা মিশনে দায়িত্ব পালনের সময়ে একটি গাড়ি কেনা হবে। গাড়িটা বেশ বড় কিন্তু এর চেয়ে অনেক ছোট গাড়ি দিল্লিতে যে দামে কেনা হয়েছিল, তার থেকে কম দামে কেনা গেছে। অ্যাডভান্স দেওয়া হয়েছে এজেন্টকে, কিন্তু এজেন্ট বাংলায় মানে হচ্ছে দালাল।

কিন্তু আসলে গাড়ির কোম্পানির এজেন্ট ওরা। যেমন নাভানা হচ্ছে টয়োটা গাড়ির এজেন্ট। অভিযোগ এসেছে, গাড়ির দাম ১০ লাখ টাকার মধ্যে দালালকে যে চার লাখ টাকা দেওয়া হয়েছে সেটা আদায়যোগ্য। অবজেকশনটা আমার বিরুদ্ধে। এটা আমি কেন দিলাম, আমার কাছ থেকে নাকি এ টাকা আদায়যোগ্য হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।