পদত্যাগ করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী

Daily Ajker Sylhet

editorbd

০৪ সেপ্টে ২০২৪, ০৩:১৬ অপরাহ্ণ


পদত্যাগ করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বুধবার (৪ সেপ্টেম্বর) পদত্যাগ করেছেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আদেশে সরকারে রদবদল শুরুর পর এটি সবচেয়ে বড় আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পার্লামেন্টের স্পিকার রুসলান স্টেফানচুক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুলেবার পদত্যাগপত্রের ছবি প্রকাশ করেছেন।
জেলেনস্কির পর ৪৩ বছর বয়সী কুলেবা বিশ্বের কাছে ইউক্রেনের সবচেয়ে পরিচিত মুখ। বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সামরিক ও রাজনৈতিক সমর্থন আদায়ে পরিষ্কার ইংরেজিতে আলোচনা চালিয়ে যেতে অত্যন্ত পারদর্শী তিনি।

মঙ্গলবার ইতোমধ্যে ৫ জন মন্ত্রী পদত্যাগ করেছেন। যারা পদত্যাগ করেছেন তারা হলেন, কৌশলগত শিল্পমন্ত্রী (অস্ত্রপ্রধান) ওলেকসান্দর কামিসিন, বিচারমন্ত্রী ডেনিস মালিউসকা, পরিবেশ সুরক্ষামন্ত্রী রুসলান স্ট্রিলেটস, উপপ্রধানমন্ত্রী ওলহা স্টিফানিশাইনা ও ইরিনা ভেরেশচুক। এ ছাড়া পদত্যাগ করেছেন ইউক্রেনের রাষ্ট্রীয় সম্পদ তহবিলের প্রধান ভিটালি কোভাল। সামনের দিনগুলোতে আরও পদত্যাগের ঘোষণা আসতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।